Breaking News

6/recent/ticker-posts

এবার ডিবি কার্যালয়ে ভাত খেলেন শামীম ওসমান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে খাবার খেলেন বাংলাদেশের বহুল আলোচিত সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান।



আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান।

২৯ নভেম্বর (বুধবার)  দুপুর তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, হারুন ভায়ের স্ত্রী আমার বোন, তার হোটেলে খেয়েছি। হারুন ভাইয়ের হোটেলে নয়। 

শামীম ওসমান আরো বলেন, হারুন সাহেবকে আমি অনেক আগে থেকে তিনি। একটা সংবাদ সম্মেলন করে বলেছি বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা । সেই ঘটনাগুলো ঘটলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত ঠতে পারে। যেহেতু এ বিষয়গুলো আমার নলেজে আছে তাই বিষয়গুলো শেয়ার করছি। আমি সাধারণ মানুষ হিসেবে জানাতে এসেছি, এমপি হিসেবে জানাতে আসে নি।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে সংসদ সদস্য আছি এবং নানা ভাবে খোঁজ খবর পাই। সেই খোঁজ গুলি দেখা তো আমার সুযোগ নেই, সে বিষয় দেখার দায়িত্ব প্রশাসনের। আমি মনে করি হারুন সাহেব একজন দক্ষ অফিসার। তার কারণে আমি তাকে জানিয়েছি।

এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, খেলা হবে কিন্তু পরিচ্ছন্ন খেলা হবে। হয়তো ফাউল কম হবে।

Post a Comment

0 Comments