বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) রাজশাহী রেল স্টেশনে এক যাত্রীর ঘুষিতে আনসার সদস্যমাইনুল ইসলাম (৪৫)
নিহত হয়েছেন। কথা কাটাকাটির এক পর্যায়ে যাত্রী তাকে ঘুষি মারে এতে ঘটনাস্থলেই তিনি পড়ে যান।
অতঃপর সেখান থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আনসার সদস্য মাইনুল ইসলামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী
উপজেলার মাঙ্গনপুর গ্রামে। তিনি জয়েন উদ্দীনের সন্তান । তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে
আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, রাত ৯টার দিকে এক যুবক টিকিট ছাড়া ঢুকে স্টেশনের প্লাট ফরর্মে
ঘোরাঘুরি করছিলো। তখন আনসার সদস্য তাকে বের হয়ে যেতে বললে সে বের না হয়ে উল্টো তর্কাতর্কিতে
জড়ায়। এক পর্যায়ে সে আনসার সদস্য মাইনুলকে ঘুষি মারে। সাথে সাথে মাইনুল মাটিতে পড়ে যায়।
সেখান থেকে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানার ওসি গোপাল কুমার জানান, এ ঘটনায় অভিযুক্ত ব্যাক্তিকে আটক করা হয়েছে।
কিন্তু সেখানে কি ঘটেছে এবং কিভাবে মাইনুলের মৃত্যু হয়েছে তা তদন্ত করে জানানো হবে।
এছাড়াও স্টেশনের সিসি ক্যামেরাও চেক করে দেখা হবে।
তিনি আরো বলেন, মৃতদেহ এখন হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের
সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
0 Comments