স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর ডাক্তার ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ১৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূইয়াকে উপদেষ্টা করা হয়।
মো নাহিদ ইসলামকে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব পাওয়ার পর থেকে বেশ কিছু উদ্যোগ নেন আসিফ মাহমুদ। প্রথমকার্য দিবসে শেখ হাসিনা যুব ও ক্রিড়া ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে রাখেন বাংলাদেশ যুব ও ক্রীড়া ইনস্টিটিউট। বিসিবি পুনর্গঠন কার্যক্রম সহ আরো বেশি কিছু উদ্যোগ গ্রহণ করেন।
বন্যা পরিস্থিতি উত্তরণের জন্য যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের নিবন্ধিতা ১৮৫০০ যুব সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
গতকাল রাতে এক ফেসবুক পোস্ট এর মাধ্যমে তিনি উপদেষ্টা হিসেবে যে বেতন প্রাপ্ত হবেন তা প্রধান উপদেষ্টা ত্রান তহবিলে দিবেন বলে জানান এবং সকল ব্যবসায়ী, প্রবাসী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
0 Comments