ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিবহন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জ্যোতির্ময় সরকার মারা গেছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সারে আটটায় আকষ্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ডিএমপির পরিবহন বিভাগের উপকমিশনার জিয়াউল আহসান তালুকদার জানান, এডিসি জ্যোতির্ময় তার ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ের বিশ্রাম কক্ষের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে দেহ রক্ষি ও সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি ২০১২ সালে ৩০তম ব্যাচের বিসিএস পুলিশ সদস্য ছিলেন। তিনি ১৯৮২ সালের ২৭শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। সিলেট মেট্রোপলিটন পুলিশেও তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
স্ত্রী এবং ছয় বছরের এক ছেলে রেখেযান তিনি। তাঁর মৃত্যুতে পুলিশের আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার গভীর শোক প্রকাশ করেছেন।
0 Comments