Breaking News

6/recent/ticker-posts

আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

Dhaka again tops in air pollution


ঢাকায় বায়ুদূষণের প্রভাব দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে । আবারও শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা সবার প্রথমে । 

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) এর তথ্য জানা গেছে। ঢাকা শহরের বাতাসের মানের স্কোর সর্বচ্চ ২৭০। সে অনুযায়ী ঢাকায় বসবাসরত মানুষের জন্য এই বাতাস খুবই অস্বাস্থ্যকর। ভারতের দিল্লি শহর এ তালিকার দুই নম্বরে অবস্থান। শহরটিতে বাতাসের মানের স্কোর প্রায় ২২৪। তাও সেখানে বসবাসরত নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

তালিকায় তিন নম্বরে চীনের উহান শহরের অবস্থান সেখানে বাতাসের স্কোর ১৯৫ । অর্থাৎ উহান শহরের বাতাসও আজ নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর।

এশিয়ার অঞ্চলের দেশগুলোর বাতাস বেশির ভাগ দূষিত থাকে বলে জানা যায়। 

বাতাসের মান

স্কোর (০০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। (৫১-১০০) হলে মাঝারি/সহনীয় ধরা হয়। যদি স্কোর ১০০ অতিক্রম করে ২০০ পর্যন্ত হয়ে যায় তা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১+ এর বেশি হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এবং ৩০১+ এর বেশি হলে সে শহরকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচনা করা হয়।



Post a Comment

0 Comments