Breaking News

6/recent/ticker-posts

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা


বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালকে ১,০০,০০০/-(এক লাখ) টাকা জরিমানা। ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে তালা লাগিয়ে পালিয়ে যায় হিউম্যান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। 


দেশব্যাপী চলমান স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধিতহীন ও নিম্নমানের হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক হাসপাতালকে ১,০০,০০০/-(এক লাখ) টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে শহরের মৌলভীপাড়ায় নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টার এবং শিশু ও জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ ওষুধ সামগ্রী ও যন্ত্রপাতি পাওয়া যায়। পাশাপাশি প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণও  পাওয়া যায়। 


তাই ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনে ১,০০,০০০/-(এক লাখ) টাকা জরিমানা করার পাশাপাশি তাদের সর্তক করা হয়। পরবর্তীতে জেলা শহরের মৌলভীপাড়ায় হিউম্যান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অভিযানে গেলে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে তালা লাগিয়ে পলিয়ে যায়।


মঙ্গলবার ( ৩০ জানুয়ারী) জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ উক্ত অভিযানটি পরিচালনা করেন। ব্রাক্ষনবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শামীমা সুলতানা অভিযানে  উপস্থিত ছিলেন। 


ব্রাক্ষনবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার (হাসপাতাল ও ক্লিনিক) মো. আশরাফুর রহমান হিমেল আমাদেরকে জানান, " স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। "


অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সম্বিতা চক্রবর্তী ও ডা.মো.আরিফুল ইসলাম ,স্যানিটারি ইন্সপেক্টর মো.সফিউর রহমান  এবং সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেন


Post a Comment

0 Comments