Breaking News

6/recent/ticker-posts

ফাইনালে অ্যাডিলেইডের কাছে হারল বাংলাদেশ এইচপি

 

Bangladesh HP lost to Adelaide in the final

রোববার (১৮ আগস্ট) অস্ট্রেলিয়ার ডারউইনে আগে ব্যাট করে বাংলাদেশ এইচপিকে ১৭০ রানের বড় টার্গেট দেয় অ্যাডিলেইড। জবাবে ১৩৭ রানেই গুঁটিয়ে যায় আকবর-ইমনরা। ৩২ রানের জয়ে টুর্নামেন্টের ট্রফি ঘরে তোলে স্বাগতিক ক্লাব ”অ্যাডিলেইড স্টাইকার্স”।


প্রথমে টস জিতে ফিল্ডিংয়ে নেমে দলীয় ৫ রানের ওপেনার জ্যাক উইন্টারকে রানআউট করে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন আবু হায়দার ও উইকেটরক্ষক আকবর আলী। তবে ছন্দ হারিয়ে বোলিংয়ে আর সুবিধা করতে পারেননি রনি। অ্যাডিলেইডকে উদার হস্তে ৪৬ রানদিয়েছেন ৪ ওভারে।তার উদার বোলিংয়ে রানের পাহাড়ে গড়ে অ্যাডিলেইড।


দ্বিতীয় উইকেট জুটিতে হ্যারি ম্যাথিয়াস ও টম ও‘কনেল ৫৯ রানের করে দলকে এগিয়ে নেন। ম্যাথিয়াস ১৯ রানে আউট হলেও ফিফটি তুলে নেন ও‘কনেল। ৩৩ বলে ৫৩ রানে ঝোড়ো ইনিংস খেলে আফিফ হোসেনের বলে বোল্ড হন ও‘কনেল।


২০ ওভার শেষে অধিনায়ক লিয়াম স্কটের (৩০), রায়ান কিংয়ে (৩৫) এবং স্যাম রাহালির ২০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের বড় সংগ্রহ পায় অ্যাডিলেইড।


ব্যাটিংয়ে নেমে বড় লক্ষ্য তাড়া করতে দলকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার জিশান আলম ও তানজিদ হাসান তামিম। তবে মোমেন্টাম ধরে রাখতে পারেননি জিশান। ১৯ বলে ১৮ রান করে আউট হয়ে যান তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পারভেজ হোসেন ইমনও (৩)।


তানজিদ তামিম ২৯ বলে ৩৫ রান করে ফেরেন । এরপর আফিফ ১৮ রান করে আউট হলে, বাংলাদেশের সংগ্রহ ৮৬ রানে ৬ উইকেট । কিছুটা লড়ায়ের চেষ্টা করেন মাহফুজুর রহমান রাব্বি (২১)।


শেষের দিকে রাকিবুল হাসানের ৬ বলে ১২ রান ও রিপন মন্ডল নেন ১৩ বলে ১১ রান। ১৯ওভার ৫ বলে ১৩৭ রান তুলতে অলআউট হয়ে যায় বাংলাদেশ এইচপি।


Post a Comment

0 Comments