সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন।
দিন শুরুর প্রথম ঘন্টায় লেনদেন অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার। জানা গেছে ডিএসই সূত্রে।
বেলা ১১ টার পরে ডিএসই ব্রড ইনডেক্স রবিবারের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএসই _৩০ সূচক ১ পয়েন্ট কমে যাওয়ায় অবস্থান করছে ২ হাজার ১০৪ পয়েন্টে।
সে সময় লেনদেন হওয়া ২২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৫ টির দর বেড়েছে, ৬০ টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১০৪ টির। তখন মোট লেনদেন হয়েছে ১১৮কোটি ৭০ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই রবিবারের চেয়ে ৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৮২ পয়েন্টে অবস্থান করছে।
সে সময় লেনদেন হওয়া ৬৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৩ টির দর বেড়েছে, ২৬ টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। তখন মোট লেনদেন হয়েছে ১ কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকা।
1 Comments