৩য় বার বিশ্বকাপ ঘরে তুলা হলো না ভারতের
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে ভারত,
কে এল রাহুল সর্বোচ্চ রান ৬৬ করেন ১০৭ বলে, বিরাট কোহলি ৬৩ বলে ৫৪ রান করেন, রোহিত শর্মা ৪৭ রান করেন ৩১ বলে। এছাড়া আর ভালো কোন ইনিংস ছিল না ইন্ডিয়ার ।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ মিচেল স্টার্ক ১০ ওভারে ৫৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। জোশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স ২ উইকেট করে নেন।
ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৬ রানের প্রথম উইকেট হারিয়ে, দ্বিতীয় উইকেট হারান ৪১ রানে, ৩য় উইকেট হারান ৪৭ রানে। এরপরে ট্র্যাভিস হেড এবং মার্নাস ল্যাবুসচেন বড় পার্টনারশিপে খেলায় জয়ের পথে অনেক দ্রুত এগিয়ে যায়। ট্র্যাভিস হেড ১৩৭ রান করেন ১২০ বলে। এই রান করেন চারটি ছয় এবং ১৫ টি চার মেরে। মার্নাস ল্যাবুসচেন ৫৮ রান করেন ১১০ বলে। তিনি অনেক ধৈর্যশীল হয়ে খেলেন এবং অস্ট্রেলিয়ার ইনিংস তিনি অনেক কষ্টে ধরে রাখেন । ম্যাক্স ওয়েল দুই রান করেন এবং অস্ট্রেলিয়ার জয়ের লক্ষে খুব দ্রুত এগিয়ে যায়। ৪৩ ওভারে ৩ ইউকেট হারিয়ে জয় তুলে নেন অস্ট্রেলিয়া ।
এ জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠ বারের মতো আইসিসি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। আগেও অস্ট্রেলিয়া আইসিসি ওয়ার্ল্ড কাপে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল।
0 Comments