ভোক্তা অধিদপ্তরের অভিজানে বের হয় এক চঞ্চল্যকর তথ্য।
রাজধানীর একটি স্বনামধন্য রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে দেখা যায় তারা ২০ টাকা যেখানে খরচ করে লেবু চা তৈরি করা হয়, সেই লেবু চা তারা বক্তাদের কাছে বিক্রি করে ২৩০ থেকে ২৫০ টাকা। খুবই অবাক করার মত। এ নিয়ে তাদের কাছে জানতে চাইলে যারা নির্দিষ্ট কোন তথ্য দিতে পারে না।
তারা দাবি করে তারা বিদেশি ব্রান্ডের চা পাতি এক্স অন্যান্য কাচামাল ব্যবহার করে। কিন্তু চেক করে দেখা যায় , তারা যে কাচামাল ব্যবহার করে তা চকবাজার থেকে আনা। পন্যের মোড়কে কোন আমদানিকারকে চিল বা স্টিকার নেই।
0 Comments