মনোনয়নগত জমাদানের মাধ্যমে রাজনীতিতে নাম লেখান সাকিব
হাজারো মানুষের ধাক্কাধাক্কির মধ্যে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন সাকিব। তিনি হয়তো বুঝতে পেরেছেন খেলার মাঠ আর রাজনীতির মাঠের পরিস্থিতি এক না। রাজনীতিতে লাখ মানুষের ধাক্কাধাক্কির পরেও মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। সাকিব সেটা আজকে ভালোভাবে করেছেন।
মাগুরা ১,২ আসন ও ঢাকা ১০ আসন মোট তিনটি আসনে সাকিব মনোনয়নপত্র জমা দেন। এখনো বলা যায় না যে তিনি আসনে নির্বাচন করবেন। দলীয় এক সূত্রে জানা গেছে তিনি ঢাকা ১০ আসনে মনোনয়ন পেতে পারেন।
রাজনীতির মাঠে সাকিবকে অবশ্যই সাধারণ মানুষের সাথে সাথে মিশে যেতে হবে। সবাই এখন অপেক্ষাই আছে সাকিব কি পারবে সেটা।
0 Comments