অবশেষে দল থেকে বাদ পড়া মোরসালিনের গোলে বাংলাদেশের সমতা
বসুন্ধরা কিংস এরোনাই দর্শকদের উন্মাদনা
ফিফা রেংকিং ১০৪ এ থাকা শক্তিশালী লেবাননেন বিপক্ষে দর্শকরা চেয়েছিল একটা জয়। বাংলাদেশ ম্যাচটা জিততে পারতা কিন্তু ভাগ্য সহায় হয়নি গোলরক্ষকের ভুলে একটা গোল বাংলাদেশকে হজম করতে হয়েছে । মোরসালিন এর গোলে বাংলাদেশ সমাধান করে শেষ পর্যন্ত বাংলাদেশ এক এক গোলে করে।
বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশ ফুটবলের জন্য জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপ কোয়ালিফাই বাংলাদেশের জন্য এখন অনেক কষ্টসাদ্য হয়ে গেছে।
দুই ম্যাচ শেষে গ্রুপে অস্ট্রেলিয়া ২ জয় নিয়ে শীর্ষে অবস্থান করছে, দুই ম্যাচে ড্র করে লেবানন ২য় অবস্থানে আছে, ১ ড্র এবং ১ হারে ফিলিস্টিন আছে তিনে আর ১ ড্র এবং ১ বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ গ্রুপের তলানিতে আছে।
0 Comments