Breaking News

6/recent/ticker-posts

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি২০ জয়

 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি২০ জয়

শরীফুল,মেহেদি,মোস্তাফিজদের অসাধারন বোলিং এবং লিটনের ব্যাটিং নেপূন্যে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারালো বাংলাদেশ। 

নিউজিল্যান্ডের সাথে এর আগে ১৭ টি২০ ম্যাচে মাত্র ৩টা জিতেছে বাংলাদেশ। মিরপুরের মাঠেই ছিলো ৩টা। সর্বশেষ ২০২১ সালের ৮ সেপ্টেম্বরে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাই বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠিতে এর আগে ১১ টি২০ একটিও জিতেনি বাংলাদেশ। এই প্রথম  তাদের মাঠিতে টি২০ ম্যাচে জয় পায় বাংলাদেশ।

নেপিয়ার ম্যাকলিন পার্ক স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং এ পাঠাই বাংলাদেশ। ব্যাটিং এ এসে শরীফুল,মেহেদি আগাতে ম্যচ থেকে চিটকে যায় নিউজিল্যান্ড। নিশাম ও অধিনায়ক স্যান্টনারের ব্যাটিং ৯ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

শরীফুল নেন ৩২ উইকেট, মেহেদি,মোস্তাফিজ ২ উইকেট করে নেন। 

১৩৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৩ রানে রনি ও ৩৮ রানে শান্ত আউট হয়ে যায়। লিটন এক পাশ আগলে রাখেন। এরপর সোম্য ২২(১৫), হৃদয় ১৯(১৮) এবং আফিফ ১(৬) রান করেন। 

লিটন দাসের ৪২(৩৬)* রানে অপরাজিত থেকে ৫ উইকেটে জয় তুলে নেন।

Post a Comment

0 Comments