Breaking News

6/recent/ticker-posts

নির্বাচনের আগে সেনাবাহিনীতে বড় রদবদল, সিজিএস হলেন ওয়াকার-উজ-জামান

Promoted in the army officer  before the elections, the CGS is Waqar-uz-Zaman


বদলি ও পদোন্নতি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ।

নতুন নির্দেশনায় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান চাকরি শেষে অবসরে যাচ্ছেন।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি আদেশ পাওয়া অন্য কর্মকর্তা নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামিমকে দেওয়া হয়েছে।

সেনাসদর দপ্তরে অর্ডন্যান্স মাস্টার জেনারেল বা এমজিও হিসেবে বদলি করা হয়েছে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহিনুল হককে । নবম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে বর্তমান লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইন খানকে ।


আরো যেসব পদে পদন্নতি দেওয়া হয়

এছাড়া লগ এরিয়া কমান্ডার পদে সেনাবাহিনীর পদাতিক ও যুদ্ধকৌশল বিদ্যাপীঠ বা এসআইএনটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেনকে, চট্টগ্রামের এরিয়া কমান্ডার পদে কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমানকে, মেশিন টুলস ফ্যাক্টরিতে পদে বিআইআরসির কমান্ড্যান্ট মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিআইআরসিতে এবং ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এসআইঅ্যান্ডটিতে বদলি করা হয়েছে।


২৯ ডিসেম্বর (শুক্রবার) সেনা সদরদপ্তর থেকে এই আদেশ জারি হয়েছে। সেনাবাহিনী সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।


Post a Comment

0 Comments