Breaking News

6/recent/ticker-posts

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শেখ মুজিবুর রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান।



আজ বুধবার (২০ ডিসেম্বর) সকালে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাতে তিনি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতক্ষীরা-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা বাস্তবায়নের জন্য মনোনয়ন প্রত্যাহার করিনি এবং নির্বাচনে মাঠে থাকার ঘোষণা দিয়েছিলাম।

আমার নির্বাচনী প্রতীক(কাঁচি) দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে আমি শারীরিক অসুস্থ হওয়ায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব হয়ে পড়েছে। এ কারণে নির্বাচনী মাঠ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। তাই, আমার সকল অনুসারীকে কাঁচি প্রতীকে কাউকে ভোট না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

তিনি আরো বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা যারা বিগত দিনের মতো আমার সঙ্গে ছিলেন। আমাকে ভালোবাসা দিয়েছেন, আগামী দিনেও সেভাবে থাকবেন। যে কোনো প্রয়োজনে আমাকে স্মরন করবেন, আমি সাধ্যমতো সহযোগিতা করবো, ইনশাআল্লাহ

Post a Comment

0 Comments