Breaking News

6/recent/ticker-posts

আবারও পেছালো গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি বিষয়ক প্রস্তাবের ওপর ভোটাভুটি আবারও পিছিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ নিয়ে টানা দ্বিতীয় বারে ভোট পেছানো হলো।



আজ বুধবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের যে আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের ওপর ভোটাভুটি দ্বিতীয় দফায় বুধবার পর্যন্ত বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয় নির্ধারিত সময়ে ভোটাভুটি হচ্ছে না। এর আগে সোমবার রাতেও প্রস্তাবটির ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল।

সংযুক্ত আরব আমিরাতের ওই প্রস্তাবে ‘বাধাহীনভাবে গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে জরুরিভিত্তিতে স্থায়ীভাবে সংঘাত বন্ধের’ আহ্বান জানিয়েছে। এবং সংঘাতের সকল পক্ষকে অবশ্যই আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে হবে তা নিশ্চিত করে, প্রস্তাবটিতে জাতিসংঘের একটি পর্যবেক্ষণ ব্যবস্থা অতিদ্রুত মোতায়েন করার কথাও বলা হয়েছে।

জাতিসংঘের সূত্র থেকে আনাদোলুর প্রাপ্ত তথ্য অনুসারে, প্রস্তাবটিতে গাজায় অতি জরুরি মানবিক সহায়তার জন্য ‘দ্রুত ও স্থায়ীভাবে যুদ্ধবিরতর’ কথা বলা হয়েছে। তবে এতে যুদ্ধ বন্ধ বা যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে কি না তা অনিশ্চিত।

কূটনৈতিক তথ্যসূত্র বলছে, যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে ও অনুমোদনের বিষয়ে একটি সমঝোতায় আসতে প্রস্তাবের ভাষায় পরিবর্তন আনা হতে পারে।

আগে ৮ ডিসেম্বর নিরাপত্তা পরিষদে গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়ে প্রস্তাব তোলা হয়েছিলো। এই প্রস্তাবের পক্ষে পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টিই ভোট দেয়। তবে যুক্তরাষ্ট্রর ক্ষমতা প্রয়োগ করলে প্রস্তাবটি খারিজ হয়ে যায়।

এ পর্যন্ত ১৯ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে , যা গত ৭ অক্টোবরের পর থেকে এখনো যুদ্ধে চলছে ।

Post a Comment

0 Comments