বিএনপির ভোট বর্জনে তিন দিনের গণসংযোগ শেষে ও সমমনা রাজনৈতিক দলগুলোর একদিনের কঠোর অবরোধ আজ।
২৪ ডিসেম্বর রোববার দিনব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।
২৩ ডিসেম্বর বিএনপি সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয়। এতে জামায়াত ও সমমনা দলগুলো সারা দেয় ।
অবরোধে সকাল থেকে রাজধানীসহ সারাদেশে যানবাহন চলতে দেখা গেছে, স্বাভাবিক দিনের মতোই গণপরিবহন থাকাই অবরোধের তেমন কোন প্রভাব পড়েনি রাজধানীতে।
মহাখালী, মিরপুর, বনানী,উত্তরা, কাকরাইল ও শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে প্রতিদিনের মত যানবাহন চলছে এসব এলাকায়। যানজটও লক্ষ্য করা গেছে স্বাভাবিক দিনের মত। এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজির সংখ্যাও বেশি দেখা গেছে। কোন প্রকার নাশকতা ও ঝামেলা এড়াতে সড়কে সাধারন মানুষ কম বেরিয়েছে।
বাস চালকরা বলেন আজকে অবরোধের প্রভাব তেমন নেই। তাও আমরা 'আমরা ভয়ে ভয়ে গাড়ি নিয়ে বের হইছি, জানি না কখন কি হয়, কখন ভাঙচুর করবে, রাস্তায় তেমন প্রভাব না থাকলেও আমাদের ভয় তো কমছে না'। কিন্তু সাধারন মানুষ কর্মব্যস্ত সময় পার করছে।
0 Comments