Breaking News

6/recent/ticker-posts

নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটিতে ১৯তম ওয়ানডেতে গিয়ে তাদের প্রথমবারের মতো হারাল বাংলাদেশ


দেশের মাটিতে নিউজিল্যান্ডকে দ্বিতীয়বার কোনো ইনিংসে অলআউট করলো বাংলাদেশের। এর আগে ২০১৬ সালে ২৫১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড । কিন্তু সে ম্যাচ নিউজিল্যান্ড জিতেছিল ৬৭ রানে।

এ ম্যাচে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানে অলআউট করে বাংলাদেশ । ২০১৩ সালে মিরপুরে—১৬২ নিউজিল্যান্ডকে অলআউট করে বাংলাদেশ। ২০০৭ সালের পর দেশের মাটিতে প্রথমবারসর্বমোট চতুর্থবার ১০০ রানের কমে অলআউট হয়

বাংলাদেশের পেসাররা কোনো ওয়ানডেতে মাত্র দ্বিতীয়বার ১০ উইকেট নিতে সক্ষম হলো। আজ তানজিম হাসান সাকিব,সৌম্য সরকার ও শরীফুল ইসলাম নিয়েছেন ৩টি করে উইকেট, মোস্তাফিজুর রহমান নিয়েছেন ১টি উইকেট

নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে আজকে কেউ সুবিধা করতে পারেনি। সর্বচ্চ উইল ইয়াং করেন ২৬(৪৩) রান, ল্যাথাম করেম ২১(৩৪) রান ছাড়া উল্ল্যেখ যোগ্য কোন ইনিংশ ছিলোনা।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নাজমুল শান্ত অপরাজিত ৫১(৪২) রান ও এনামুল হক করেন ৩৭(৩৩) রান।

প্লেয়ার অব দ্যা ম্যাচ তানজিম হাসান সাকিব (৭-১৪/৩), প্লেয়ার অব দ্যা সিরিজ উইল ইয়াং

দেশের মাটিতে সর্বশেষ ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ভারতের কাছে হেরেছিল নিউজিল্যান্ড। এর পর দেশের মাটিতে টানা ১৭ ম্যাচ জিতেছে তারা।


Post a Comment

0 Comments