যশোরে হাবিবুর রহমান (৭০) নামে এক ফাঁসির আসামি মারা যান । শনিবার (৩ ফেব্রুয়ারি) যশোর সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকালে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে আনা হয়েছে ।
যশোর সদর হাসপাতালের আরএমও পার্থ প্রতীম চক্রবর্তী জানান, কারা কর্তৃপক্ষ সকাল ৮টার সময় কয়েদী হাবিবুর রহমানকে হাসপাতালে নিয়ে আসেন। দায়ীত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান হাসপাতালে আনা পূর্বে তিনি মৃত ছিলেন ।
কারা কর্তৃপক্ষ থেকে জানা গেছে, হাবিবুর রহমানের কয়েদি নং-৬২২৩/এ। যশোর শহরের কারবালা এলাকার মৃত গহর আলী মুন্সীর ছেলে হাবিবুর রহমান । ২০০২ সালের ৮ মার্চ মাগুরা জেলার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের কৃষক সাহেব আলী হত্যা মামলার আসামি ছিলেন মৃত হাবিবুর রহমান । গত বছরের ৬ জুন বিজ্ঞ আদালত ওই মামলায় হাবিবুর রহমানকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেছিলেন।
0 Comments