মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের কাছে মনোনয়ন জমা দেনআওয়ামী লীগের দুই প্রার্থী ও বহিষ্কৃত দুই বিএনপি নেতা সহ চারজন।
সকাল ১০ টায় কুসিকের সাবেক মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন কুমিল্লায় মহানগর বিএনপি নেতা এডভোকেট আতিকুল ইসলাম,এড গোলাম মোস্তফা, এড তারেক আবদুল্লাহ, আব্দুস সালাম মাসুক, হুমায়ুন কবির ।
সকাল ১১ টায় পৌর বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, নগরীর ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির হোসেন, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন ও কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রহমান বাচ্চুকে সঙ্গে নিয়ে বহিষ্কৃত কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার মনোনয়নপত্র জমা দেন।
সকাল ১২ টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক “ডা. তাহসিন বাহার সূচনা” মা মেহেরুন্নেসা বাহারকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড জহিরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এড. মো আমিনুল ইসলাম প্রমুখ।
শেষে সময়ে দুপুর ২ টায় মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম তার কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে মেয়র পদে ৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছে ৪ জন, বাকি ৪জন হলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড জহিরুল ইসলাম সেলিম, মোঃ মাঈন উদ্দিন, মামুনুর রশিদ মামুন ও শফিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লখ্য মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০৫টির ৬৪০টি কক্ষে ভোট গ্রহন হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময় ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইভিএমে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে নির্বাচন।
0 Comments