Breaking News

6/recent/ticker-posts

সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখুন

সুখবর! সুখবর!! সুখবর! ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখে মাসে এক থেকে দেড় লাখ টাকা আয় করুন



লেখাপড়া করে বেকার ঘুরছেন, অনেক ইন্টারভিউ দিয়েও সাফল্য অনুযায়ী চাকরি পাচ্ছেন না।

আপনার জন্যই রয়েছে বিশেষ সুযোগ, এখন আর চাকরি খুঁজতে হবে না, এখন আপনি দিতে পারবেন অন্য কাউকে চাকরি।

সরকারিভাবে ফ্রিল্যান্সিং শিখুন আর ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করুন। তাই আর দেরি না করে এখনি অনলাইনে আবেদন করুন।

সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে ফ্রিল্যান্সিং কোর্স। আরো পাচ্ছেন দৈনিক ২০০ টাকা সম্মানি ভাতা।



👉যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত "শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি" শীর্ষক প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে দৈনিক ৮ ঘন্টা করে, ৩ মাস ব্যাপি (৬০০ ঘন্টা) প্রশিক্ষণ।


👉নিম্নোক্ত  ১৬-টি জেলায় প্রশিক্ষণ করানো হবেঃ

১. ঢাকা, ২.গোপালগঞ্জ, ৩.গাজীপুর, ৪. শরীয়তপুর, ৫.মাদারীপুর, ৬. রাজবাড়ী, ৭. কুমিল্লা, ৮. লক্ষ্মীপুর, ৯. চাঁদপুর, ১০. রাজশাহী, ১১. নড়াইল, ১২. ঠাকুরগাঁও, ১৩. ভোলা, ১৪. শেরপুর, ১৫. সিলেট ও ১৬. সুনামগঞ্জ।


🔰ফ্রিল্যান্সিং কোর্সের আওতায় যেসকল বিষয় শিখানো হবেঃ


🔹Basic Computer (MS Office Application)

🔹Basic Communicative English

🔹Basic Graphics Design

🔹Digital Marketing

🔹Online Marketplace/Freelancing


👉প্রশিক্ষণার্থীর আবেদন করার যোগ্যতাঃ


✅ কমপক্ষে HSC (এইচএসসি) পাস।

✅ বয়সসীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর।

✅ প্রতিদিন ৮ (আট) ঘন্টা করে ক্লাস করতে হবে।

✅ নারী-পুরুষ সবাইকে অগ্রাধিকার দেওয়া হবে।


👉প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা সমূহঃ


✅ প্রশিক্ষণ শেষে  প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান।

✅ প্রশিক্ষণ শেষে  প্রশিক্ষণ ভাতা প্রদান।

✅ প্রশিক্ষণ শেষে ফ্রিল্যান্সিং এর উপর মেন্টরিং ক্লাসের ব্যাবস্থা।  

✅ যোগ্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকুরি প্রদানে সহায়তা।


👉আবেদনের সময়সীমা:


১৪ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।


বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯/১২/২০২৩ইং


লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২১/১২/২০২৩ইং

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৭/১২/২০২৩ইং প্রকাশ করা হবে


ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে অনেকে ভিবিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।




অনলাইনের আবেদন করতে ক্লিক করুন




Post a Comment

0 Comments